• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মেট্রোরেলের ‘হেডওয়ে টাইম’ কমছে ৩ মিনিট

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের হেডওয়ে টাইম (দুটি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য) কমাতে যাচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর ফলে মেট্রোরেলের  ট্রেনগুলোর মধ্যে সময়ের পার্থক্য কমবে। অন্যদিকে ট্রেনের জন্য অপেক্ষার সময় কমবে যাত্রীদের।

রোববার (৪ জুন) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিকেল ৪টা ৫৩ মিনিটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সেই পোস্টে বলা হয়, মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে আগামী সোমবার (৫ জুন) থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত বিকেল ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘অফ পিক আওয়ারের’ হেডওয়ে ১৫ মিনিটের পরিবর্তে ১২ মিনিট হবে।

অর্থাৎ দিনের ১২ ঘণ্টা মেট্রোরেল চলাচলের মধ্যে ১০ ঘণ্টার হেডওয়ে থাকবে আগের মতোই এবং ২ ঘণ্টার হেডওয়ে থাকবে ১২ মিনিট।