• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ফার্মেসির সঙ্গে যোগসাজসে নকল ওষুধ তৈরি!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

কোটি টাকা মূল্যের ভেজাল ওষুধসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকার মতিঝিল গোয়েন্দা বিভাগ। চক্রটির সঙ্গে বিভিন্ন ফার্মেসির যোগসাজশ মিলেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। পুরান ঢাকা থেকে কাঁচামাল নিয়ে বিদেশি কোম্পানির নামে চক্রটি নকল টিকা তৈরি করত বলেও জানান তিনি। যেসব ওষুধ, ইনজেনকশন সরাসরি জীবন রক্ষা করে, সেসব ওষুধও নকল করছিল ওই চক্র। আর তা বিক্রি হচ্ছিল ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহের বড় বড় ফার্মেসিতে।

ডিবি কার্যালয়ে সোমবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে হারুন অর রশিদ জানান, পুরান ঢাকার মিডফোর্ড থেকে কৌশলে ওষুধের কাঁচামাল সংগ্রহ করতো প্রতারক চক্রটি। নকল ওষুধ উৎপাদন চক্রটি বিশ্বের নানা দেশের প্রতিষ্ঠিত কোম্পানির নামে প্যাকেট করতো। ১০ টাকার কাঁচামাল ব্যবহার করা সেসব ওষুধ সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হতো ফার্মেসিতে।

তিনি বলেন, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহের বিভিন্ন ফার্মেসিতে চলছিল টিটেনাস, হেপাটাইটিসের মতো নকল ওষুধ বিক্রি। ফার্মেসির সঙ্গে যোগসাজসের কথা স্বীকার করেছেন গোয়েন্দাদের জালে আটক প্রতারকরা।

দেশের মানুষ এবং জাতির সঙ্গে ভয়াবহ প্রতারণা ফিরিস্তি তুলে ধরে হারুন অর রশিদ বলেন, এসব ওষুধ ব্যবহারের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

নকল ওষুধ বানানো চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ওষুধ প্রশাসনকেও অভিযান চালিয়ে যাওয়ার অনুরোধ জানান ডিবির এ কর্মকর্তা।