• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ২ সদস্য গ্রেফতার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ জুন ২০২০  

টাঙ্গাইলে ভুয়া র‌্যাব ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা। রোববার (০৭ জুন) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার আবু নাইম মোহাম্মদ তালাত জানান, গত ২ জুন টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আনুহলা গ্রামের রায়হান আলীর বাসায় গিয়ে ভুয়া র‌্যাব পরিচয়দানকারী চক্রের সদস্যরা তাদেরকে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং বাকি ৪০ হাজার টাকা পরে দেয়ার কথা বলে চলে আসে। কথিত র‌্যাব পরিচয়দানকারীদের ব্যবহারে বাড়ির মালিক রায়হান আলির সন্দেহে হলে তার স্ত্রী গত ৫ তারিখে র‌্যাব-১২ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেছে। এই চক্রের বাকী সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।