• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

খাগড়াছড়িতে ভারতীয় ১০ লক্ষাধিক টাকার ওষুধ-প্রসাধনী জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ আগস্ট ২০২১  

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনী উদ্ধার করেছে। এ কাজে জড়িত থাকার অভিযোগে একজনকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোনের আওতাধীন গুইমারা উপজেলা ২নং বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার (৫৯) বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এরপর বীর মোহন ত্রিপুরাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আনা ভারতীয় ওষুধ ও প্রসাধনী পাচার করে আসছিল। রোববার সন্ধ্যার দিকে এসব পণ্য পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে; এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহের নেতৃত্বে ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বস্তাভর্তি অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনী উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চোরাকারবারীদের যে কোনো মূল্যে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।