• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় ১৩৫ ভারতীয় আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে ঢুকে মাছ শিকারের সময় ১৩৫ ভারতের নাগরিকসহ আটটি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। সোমবার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে জানানো হয়, বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার (২৭ জুন) নৌবাহিনীর জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট (এমপিএ) টহলে নামে। এসময় নৌবাহিনীর এমপিএ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের অদূরে পায়রা ফেয়ারওয়ে বয় এলাকায় বিপুলসংখ্যক বিদেশি ফিশিং ট্রলারের অবস্থান শনাক্ত করে।

পরে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ৩৬-৬০ নটিক্যাল মাইল (৬৭-১১১ কিলোমিটার) অভ্যন্তরে আটটি ভারতীয় ফিশিং ট্রলারকে অবৈধভাবে মাছ ধরা অবস্থায় ১৩৫ জন ভারতীয় ক্রুসহ আটক করে। আটক ক্রুসহ ফিশিং ট্রলারসমূহকে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।