• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ২

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

সূত্রাপুরে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতাররা হলেন- মো. মোয়াজ্জেম হোসেন (৬৭) ও মোছা. খালেদা আক্তার বেবী (৬৫)। তাদের কাছ থেকে দুই হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে র্যাব-৩ এর একটি আভিযানিক দল সূত্রাপুর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করে।

র্যাব-৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীর শরীর ও ব্যাগ তল্লাশি করে শপিং ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ থেকে দুই হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র্যাব-৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক ব্যবসার বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কিনে নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।