• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১১৩০ বস্তা চাল উদ্ধার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এক হাজার ১৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় চালের গুদামে থাকা একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার সন্ধ্যা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত উপজেলার কালিতলা বাগবেড় গ্রামে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঐ উপজেলার শাহাদৎ হোসেন নামের এক চাল ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় চালের গুদামে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি চাল মজুত করা আছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ গুদাম থেকে ১১৩০ (প্রতি বস্তায় ৩০ কেজি) বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় গুদামে শাহাদৎ হোসেনের ভাই শাহীন আলম উপস্থিত ছিলেন। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে চালের ঐ গুদাম সিলগালা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।