• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সাত কলেজে ভর্তি পরীক্ষা ১২ আগস্ট শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে। এদিন হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। তবে ভর্তিচ্ছুদের আবেদন আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২০ জুলাই পর্যন্ত।

সোমবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। 

তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার আবেদন চলবে। এরপর ১২ আগস্ট বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ১৯ আগস্ট হবে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৬ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ ছাড়াও তিনি বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের আসনসংখ্যা যৌক্তিকভাবে কমিয়ে আনার বিষয়ে চিন্তা করা হচ্ছে। সাত কলেজের অত্যাধিক শিক্ষার্থী সাত কলেজের ফেলের হার বেশি হওয়ার অন্যতম কারণও বলেন তিনি।