• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৭৬ কোটি টাকার বাজেট পেশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯৭৬ কোটি ১৪ লাখ ৩৯ হাজার টাকার উদ্বৃত্তসংবলিত রাজস্ব ও উন্নয়ন বাজেট পেশ করা হয়েছে। 

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার  এ বাজেট ঘোষণা করেন। 

এর মধ্যে পৌনঃপুনিক (রাজস্ব) বাজেট ৪৮৫ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ৪৯০ কোটি ২৬ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সিনেট কর্তৃক অনুমোদিত হয়। এ ছাড়া ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও সিনেটে অনুমোদিত হয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সিনেট অধিবেশনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক চিফ হুইপ ও সংসদ সদস্য আ স ম ফিরোজ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য শফিকুর রহমান, সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামসহ ২২ সিনেট সদস্য। 

এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৬০ সিনেট সদস্য অধিবেশনে উপস্থিত ছিলেন।