• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শেষ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে ২২টি সমন্বিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শনিবার (৩ জুন) সারা দেশের ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার অংশগ্রহণ করবে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিক্ষার্থী। আসনপ্রতি লড়বে ১৭ জন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ‘এ’ ইউনিটে আসনসংখ্যা ৯ হাজার ৮৭৫টি।
 
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রের ভর্তি কমিটির সদস্যসচিব ড. মাহবুবুল হাকিম জানান, ২০২২-২৩ সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।