• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মধ্যরাতে তাহসান-ফারিণের লাইভকাণ্ড, জানা গেল রহস্য

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয় গত ২৮ ফেব্রুয়ারি (বুধবার) রাতে। কিন্তু আবার কয়েক ঘণ্টার মধ্যে সেটি মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেখানে তাহসানের সঙ্গে হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জামিলকে অন্ধকারাচ্ছন্ন দেখা যায়।

ভিডিওটি দেখে তাহসানের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেকে ফেসবুক গ্রুপ, মিমপেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে থাকেন।

অন্যদিকে তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোডের একঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন  ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম’। পরে অভিনেত্রী নিজের দেয়া স্ট্যাটাসটিও মুছে ফেলেন।

এদিকে অ্যাপেক্স আউটলেটে ঘটে যাওয়া ঘটনায় তাহসান ও ফারিণের অনাকাঙ্ক্ষিত ভিডিও লাইভ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনের করে পাওয়ার মিডিয়া।

শুক্রবার (১ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কিছুটা খোলাসা করেন তাহসান ও ফারিণ।

সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘আপনারা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি। কী ঘটেছিল সেটা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজ আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। একটি কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সে হিসাবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।’

তাহসান আরও বলেন, অনেক সময় অদৃশ্য কিছুর হাত থাকে। যে হাতটি আসলে সবকিছু পরিচালনা করে। আমরা আসলে পুতুলের মতো সেই হাত দ্বারা পরিচালিত হই। সেজন্যই আমরা এখানে বসে আছি।

এ সময় তাসনিয়া ফারিণ বলেন, ‘আপনারা আসলে যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম। সেখান থেকে একটা লাইভ হয়। পরে সেখান থেকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি। পরে সেটার একটা আপনার ভিডিও দেখেছেন। বিষয়টা এতটুকুই।’

এরপরেই সুখবর দিয়ে তাহসান বলেন, আসন্ন ঈদে ফারিণের সঙ্গে তার একটি গান আসছে। অলরেডি গানের রেকর্ডিং হয়ে গেছে। সেই গানের জন্য আমরা ভিডিও শুটিং করতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়।

এরপরে স্টেজে আয়োজকদের একজন এসে বলেন, আমার মনে হয় প্রেস কনফারেন্স এখানেই শেষ করা উচিত। সময় স্বল্পতার একটা বিষয় আছে। এরপরে সবাই স্টেজ থেকে নেমে যায়।