• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বিয়ের তিন বছর পর সুখবর শোনালেন সমলিঙ্গ দম্পতি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩  

বিয়ের তিন বছর পর অভিভাবক হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে সমলিঙ্গ পুরুষ দম্পতির। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিয়ে করেন আদিত্য মাদিরাজু ও অমিত শাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃত্বকালীন ছবি দিয়ে সন্তান আসার সুখবর জানিয়েছেন প্রবাসী ভারতীয় এই দম্পতি।

দম্পতি যেমনই হন, একসঙ্গে বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর মা-বাবা হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। তবে, নারী-পুরুষ দাম্পত্যে সন্তান গ্রহণের যে উপায়গুলো রয়েছে, সমলিঙ্গের পুরুষ দাম্পত্যে সেসব নেই। সে বিষয়ে বহুদিন ধরেই খোঁজখবর নিচ্ছিলেন তারা। এক্ষেত্রে সম্ভাব্য যতগুলো বিকল্প রয়েছে সব বিষয়ে বিস্তারিত জানার পর, ‘আইভিএফ’ পদ্ধতিতে সারোগেট গর্ভদাত্রী বেছে নিয়েছিলেন অমিত ও আদিত্য।

আদিত্য বলেন, ‘অভিভাবক হতে চাওয়া অপরাধ নয়। সে আপনি যে রকম দম্পতিই হন। আমাদের এই সম্পর্ক অনেকের কাছেই অনুপ্রেরণা। আমার ধারণা, আমাদের অভিভাবক হওয়ার সিদ্ধান্ত আমাদের মতো এমন বহু দম্পতিকেই আশার আলো দেখাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ‘সমকামী অভিভাবক’ হতে চাই না। শুধু ‘অভিভাবক’ হতে চাই।’