• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কুকুরের তাড়া খেয়ে পালিয়ে গেল সিংহ!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

পশুর রাজা হিসেবে বিবেচনা করা হয় সিংহকে। চলনে-বলনে শ্রেষ্ঠত্বের কারণেই হয়তো তাকে এই উপাধি দেওয়া হয়েছে। অপর দিকে প্রভুভক্তির কারণে কুকুরের সুনাম বিশ্বজুড়ে। শক্তি ও শ্রেষ্ঠত্বে সিংহের সঙ্গে কুকুরের তুলনা করা নেহাত বোকামিই। কিন্তু সম্প্রতি সিংহের সঙ্গে কুকুরের এক ঘটনা সবাইকে বিস্মিত করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের গুজরাটে মধ্যরাতে চুপিচুপি একটি গ্রামে ঢুকে পড়েছিল সিংহ। একা একা রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল সে। তাকে দেখতে পেয়েই ধেয়ে আসে কুকুরের দল। চিৎকার করতে করতে তারা সিংহের পিছু নেয়। একা থাকায় সিংহটি লড়াই করেনি। দ্রুতই পালিয়ে যায় এলাকা ছেড়ে।

তবে ভিডিওটি দেখে নেটিজেনদের মন্তব্য, অরণ্যে সিংহের রাজত্ব চললেও গ্রামের রাস্তায় কুকুরের আধিপত্যই বেশি। ফলে কুকুরের দলের সঙ্গে লড়াই করেনি সিংহটি। আবার অনেকে বুঝতে চাইছেন নেপথ্যের ঘটনা। প্রকৃতি ধ্বংসের কারণে অরণ্যে খাবার না পেয়ে সিংহটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে মনে করছেন তারা।

সব মিলিয়ে বনের রাজা খাবারের অভাবে গ্রামের রাস্তায় ঘুরছে, একদল কুকুর তাকে তাড়া করছে—এই দৃশ্য করুণই মনে হয়েছে নেটিজেনদের।