• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

চলন্ত গাড়িতে অবচেতন চালক, স্কুলছাত্রের বুদ্ধিতে রক্ষা ৬৬ যাত্রীর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

স্কুল শিক্ষার্থীদের বহনকারী চলন্ত বাসে সংজ্ঞা হারিয়ে ফেলেছেন চালক। বাসে রয়েছে ৬৬ জন ছাত্রছাত্রী। চালক চেতনা হারিয়ে ফেলায় বাসটি রাস্তায় এলোমেলোভাবে চলতে থাকে। বাসের যাত্রী ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের অনেকেই তখন হাউমাউ করে কান্না শুরু করে। এই অবস্থা দেখে সামনের দিকে বসা ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি।

চালক সংজ্ঞা হারিয়ে ফেলায় বাসের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রছাত্রীদের রক্ষা করায় এখন প্রশংসায় ভাসছে যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেনের কার্টার মিডল স্কুলের ডিলন রিভস নামের ওই শিক্ষার্থী।

বিবিসি বলছে, ডিলন রিভস গাড়ির চাকা নিয়ন্ত্রণ করার আগে প্রায় পাঁচ সারি পেছনে বসে ছিল। চালকের অবস্থা সংকটাপন্ন দেখে আসন থেকে লাফিয়ে সামনের দিকে চলে আসে সে।

বাসের ভেতরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাস চালক কর্মকর্তাদেরকে রেডিওর মাধ্যমে বার্তা দিচ্ছেন, তিনি সুস্থ বোধ করছেন না।

শহরের বাসিন্দারা এখন ওই স্কুলছাত্রকে ‘বীর’ আখ্যা দিয়ে অভিনন্দন জানাচ্ছে। ওয়ারেনের কাউন্সিলর জোনাথন লাফারটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘তোমার বীরোচিত কর্মের জন্য আমরা অত্যন্ত গর্বিত!’

বুধবার কার্টার মিডল স্কুলের শিক্ষার্থীরা বাসটিতে করে বাসায় ফেরার সময় চালক অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন বলে স্কুলের সুপারিনটেনডেন্ট রবার্ট লিভারনয়েস জানিয়েছেন।


এই ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বাস ড্রাইভার রেডিও বার্তার মাধ্যমে কর্মকর্তাদের বলছেন, তিনি সুস্থ বোধ করছেন না এবং চালকের আসন থেকে তাকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে।

এর পরপরই স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। চালকের আসনে তাকে হেলে পড়তেও দেখা যায়। এ সময় বাসটি লেন থেকে নামতে শুরু করায় শিক্ষার্থীদের চিৎকার শোনা যায়।

রবার্ট লিভারনয়েস বলেছেন, ডিলন চালককে অসুস্থ হয়ে পড়তে দেখে বাসের সামনে গিয়ে সেটি থামিয়ে ফেলে। বাসটি থেমে যাওয়ার পর সে চিৎকার করে তার সহপাঠীদের কাউকে জরুরি সহায়তা নম্বর ৯১১ এ ফোন করতে বলে।  

তবে বাস চালকের অসুস্থতার কারণ এখনও জানা যায়নি। গাড়ি চালানোর সময় তার এ ধরনের কোনও ঘটনার সম্মুখীন হওয়ার ইতিহাস নেই।

পরে স্থানীয় প্রশাসন স্কুলশিক্ষার্থী ডিলনকে পুরস্কৃত করেছে। ওয়ারেনের পুলিশ ডিলনের সাহসিকতার প্রশংসা করেছে। পুলিশ যখন ডিলনের বাবা-মাকে ডেকেছিল, তখন তার বাবা স্টিভ রিভস প্রথমে জিজ্ঞাসা করেছিলেন, ‘সে কী করেছিল?’ জবাবে কর্মকর্তারা বলেন, ‘না, আপনার ছেলে একজন বীর।’