• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ইউক্রেনকে আরও দেড় বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ মে ২০২২  

চলমান রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে আরও ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।

গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ জি৭ নেতাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বনির্ধারিত ভিডিও আলোচনার আগে যুক্তরাজ্য এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে।

এতে আরও বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ইতোমধ্যে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে। নতুন এই সহায়তা আক্রান্ত দেশটিতে যুক্তরাজ্যের সামরিক সহায়তার পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর ইউক্রেনকে এই বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হচ্ছে। মোট কী পরিমাণ সহায়তা দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।

অতিরিক্ত অর্থ সরকারের জরুরি সহায়তা তহবিল থেকে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, '(রুশ প্রেসিডেন্ট) পুতিনের নৃশংস হামলায় ইউক্রেন শুধু ধ্বংসস্তূপেই পরিণত হয়নি, তা ইউরোপের শান্তি ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে।'

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের পর পশ্চিমের দেশগুলোর নেতা হিসেবে বরিস জনসন প্রথম গত সপ্তাহে ইউক্রেনীয় পার্লামেন্টে ভাষণ দিয়েছেন।

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির স্মরণে আগামীকাল রাশিয়া বিজয় দিবস উদযাপনের আগে আজ জি৭ এর নেতাদের সঙ্গে জেলেনস্কির ভার্চুয়াল বৈঠকের কথা আছে।