• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করায় ১১ দোকানিকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ জুন ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১১ দোকানীকে ২২ হাজার ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১৬ জুন মঙ্গলবার বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শংকর চন্দ্র বৈদ্য এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভুমি) শংকর চন্দ্র বৈদ্য বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধের লক্ষ্যে ভেদরগঞ্জ বাজারের পূর্ব মাথা সরকারি, এম এ রেজা কলেজ এলাকা ও ব্রিজ সংলগ্ন এলাকায়, ডি এম খালী ইউনিয়নের চরচান্দা বাজার ও খাস মহল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করি। অভিযান কালে মাস্ক না পড়ায়, সামাজিক দূরত্ব না মানায় এবং  নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে অযথা জটলা সৃষ্টি করায় ১১জনকে ২২ হাজার ২ শত টাকা জরিমানা করি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।