• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরার ডাকাতি মামলার ৪ আসামী গ্রেফতার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের টুমচর সরদার কান্দি গ্রামের সাহেব আলী সরদার বাড়ির ডাকাতি মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে জাজিরা থানাধীন বিকেনগর  টুমচর সরদারকান্দি গ্রামের সাহেব আলী সরদারের বসত  বাড়ির বিল্ডিং এর প্রধান দরজার কেচি গেটের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ  ডাকাত দল দেশীয় ধাড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে  প্রবেশ করে ভয়-ভীতি প্রদর্শন ও মারপিট করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে জাজিরা থানার মামলা নং ১৪(০২)২১ ধারা ৩৯৫/৩৯৭ এ মামলার করে। এর তদন্তভার জেলা ডিবি পুলিশের  উপর দেয়া হয়।

জেলা ডিবির অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, যেহেতু ডাকাতরা  অজ্ঞাত নামা তাই ডাকাতদের গ্রেফতার, ঘটনার রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিতে হয়েছে। এ জন্য  নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এস এম মিজানুর রহমান, এর নেতৃত্বে আমি নিজে ও মামলার তদন্তকারী কর্মকর্তা  এসআই শেখ আশরাফুলসহ ডিবি ও জাজিরা থানার অফিসাদের নিয়ে অভিযান চালিয়ে গত কাল তারিখ ডাকাতির ঘটনায় জড়িত আসামি কালাচান সরদার(৩৫) ,বাবুল মাদবর (৪৫), বাহাদুর ফকিরকে (৩৮) গ্রেফতার করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি করে নিয়ে যাওয়া স্বর্ণ ক্রযকারী বি কে নগর আনন্দবাজার স্বর্ণকার বিষ্ণু বাইনকে(৩৪) ডাকাতি হওয়া স্বর্নলংকারের মধ্যে একটি চেইন ও দুইটি আংটিসহ  গ্রেফতার করা হয়।
আসামী কালাচান সরদার(৩৫) ও বাহাদুর ফকির (৩৮) বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বাকীদের ৭ সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ ২০ মার্চ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।