• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় ৪শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী দেয়া খাদ্যসামগ্রী বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পরা জাজিরা উপজেলার ৪শ পরিবারে মাঝে প্রধানমন্ত্রী দেয়া উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। তিনি গতকাল ২৮ এপ্রিল বুধবার সকালে জেলার জাজিরা উপজেলার সরকারী মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাজিরা পৌরসভা, জাজিরা ইউনিয়ন এবং বড়কান্দি ইউনিয়নের ৪০০ জন পরিবহণ শ্রমিকের মাঝে  প্রধানমন্ত্রী উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন।

জাজিরায় উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান ভুইয়া। জাজিরা পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

খাদ্যসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, করোনা দূর্যোগে যারা লকডাউনের কারনে বেকার হয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্যসামগ্রী পৌছে দিলাম। আপনারা স্বস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করুন। আল্লাহর রহমতে এ দূর্যোগ কেটে যাবে।আপনার ভরশা রাখুন প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে। আমরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন উপহার সামগ্রী বিতরণের এই ধারা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়নে দেওয়া হবে।