• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জল থেকে স্থলে ঠাঁই হলো সেই গোলাপীর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

১৩ বছর ধরে নদীতে বসবাস করা বৃদ্ধ মা গোলাপী (৯০) ও তার ছেলে নুরু মিয়া এবার জল ছেড়ে ডাঙায় উঠতে যাচ্ছেন। সরকারি ঘর পাচ্ছেন তারা। তবে এখনো ঘরের কাজ পুরোপুরি শেষ হয়নি। ইতোমধ্যে ঘরের মালিকানার কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে মা-ছেলেকে।

রোববার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের জয়ন্তী নদীর পাড়ে নুরু মিয়া ও তার মাকে ঘরের মালিকানার কাগজপত্র বুঝিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন।

এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন বলেন, বৈরি আবহাওয়ার কারণে এবং গোলাপী চলাচলে অক্ষম হওয়ায় আমরা তাকে রোববার অনুষ্ঠানে আনতে পারিনি। ঘরের কাজ শেষ হলে আমরা গিয়ে তাকে ঘরে উঠিয়ে সবকিছু বুঝিয়ে দেব। এছাড়া উপজেলার ৮০টির মধ্যে ৩০টি ঘরের মালিকের হাতে মালিকানার দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে।

গোলাপীর ছেলে নুরু মিয়া বলেন, আজ ঘরের কাগজ দিয়েছে। ঘর তৈরি হলে সেখানে আমরা উঠব। এর আগে শরীয়তপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ১২০০ পরিবারের মধ্যে ২২২টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরের কাগজপত্র বুঝিয়ে দেন জেলা প্রশাসক পারভেজ হাসান।