• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জ পৌরবাসীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
করোনাকালে কর্মহীন হয়ে পড়া  ভেদরগঞ্জ পৌরসভার ৮শ পৌরবাসীদের মাঝে বিশ্ব মানবতার অগ্রদূত, মাদার অফ   হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৫শ জনকে খাদ্য সহায়তা যার মধ্যে ছিল ৭ কেজি চাল,১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মসুর ডাল । বাকী৩শ জনের মাঝে নগদ ৫শত টাকা করে বিতরণ কার হয়। 

৪ জুলাই রবিবার পৌর ভবন থেকে সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন  ভেদরগঞ্জ  পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার।এ সময় পৌর সচিব প্রকৌশলী মোঃ কামরুজ্জামানসহপৌরসভার হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সঞ্চালনায় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন তালুকদার, হারুন অর রশীদ বেপারী, মাহাবুবুর রহমান সেলিম, শাহাদাৎ হোসেন রাড়ি, মোঃ শাকির বেপারী, আব্দুর আজিজ বেপারী, বাবুল হাওলাদার. শহিদুল ইসলাম, নজরুল ইসলাম। সংরক্ষিত কাউন্সিলর নারগিস আক্তার, জিন্নাত রেহানা সাধনা ও তানিয়া বেগম।

মেয়র বলেন, দেশের করোণা কালে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা আপনাদের কষ্টের কথা চিন্তা করে তার উপহার হিসেবে এ সহায়তা পাঠিয়েছেন।আপনারা সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকলে খাদ্য সংকট হবেনা। আর আপনী বা আপনার পরিবারের কর্মক্ষম মানুষটি না থাকলে সারা জীবন এর দায় বয়ে বেড়াতে হবে। তাই  আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন নিজে ভাল থাকুন পরিবার সমাজ ও দেশকে ভাল রাখুন।