• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সরকার কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি-চলাচলে বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে কঠোর অবস্থানে রয়েছে  উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। 

২৫ জুলাই  রবিবার সকাল থেকেই ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ ও সহকারী কমিশনার ভুমি শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বেপৃথক টিম ও ভেদরগঞ্জ  থানা অফিসার ইনচার্জ এবিএম রশীদুল বারীর নেতৃত্বে পুলিশ উপজেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। প্রয়োজন ব্যতীত  কেউ বাহিরে অবস্থান করলেই নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। উপজেলা  শহরে ও থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই  পুলিশের ট্রাফিক বিভাগ ও সকল থানা পুলিশ আছে সতর্ক অবস্থানে।

এসময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটক সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ  বলেন, শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান স্যারের নির্দেশে আমরা সরকারের দেয়া লকডাউন বাস্তবায়নে আজ  আমাদের ভেদরগঞ্জ উপজেলায় কাজ করছি আমরা জনসাধারণকে মাক্স বিতরণ ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ করছি। 

সেই সাথে জনসাধারণকে বুঝিয়েছি  নিজের নিরাপত্তা নিজের কাছে। আপনারা সকলেই লকডাউন মেনে চলুন মাক্স ব্যবহার করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সরকার যে সময়টা লকডাউন দিয়েছে তা বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করুন। যাতে আমাদের এই অভিযান সফল করে আবার আমরা সাভাবিক জীবনে ফিরে যেতে পারি।