• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

" শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ" এ প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিষদসহ বিভিন্ন সংগঠনে উদ্যোগ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা  আওয়ামী লীগ, ভেদরগঞ্জ পৌরসভাসহ বিভিন সরকারি বেসরকারি সংস্থাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসের কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করণ। মুক্তিযোদ্ধাদের কালো ব্যাচ ধারণ। সকাল ৯টায় উপজেলার সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ। ৯ টা ৪৫ মিনিটে ভাচ্যুয়ালি আলোচনা সভা, রচনা চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার উন্নতমানের খাবার পরিবেশন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভাচ্যুয়াল প্লাটফর্মে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী হামদনাথ প্রতিযোগিতা, বাদ জোহর জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। 

বেলা ১১ টায় উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা ভাইসচেয়ারম্যান  হাজি আবদুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল।