• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মৎস্য সপ্তাহ উপলক্ষে ভেদরগঞ্জে পোনামাছ অবমুক্ত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

'বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে ২৯ আগষ্ট রবিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন - উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।

এ সম্পর্কে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা  বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত আমাদের প্রধান খাদ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দেন। ’

এ প্রসঙ্গে নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ  বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করছি। পরিস্থিতি ঠিক থাকলে জাতীয় মৎস্য সপ্তাহ আরও জাঁকজমকপূর্ণভাবে পালন হতো। সরকারের এনএটিপি প্রকল্পের আওতায় ’মাছ উৎপাদনের জন্য চাষীদের প্রশিক্ষণ, উপকরণ প্রদান করা হচ্ছে।ফলে আমাদের উপজেলা  মৎস্য উৎপাদনে জেলায় প্রথম স্থানে আছে। আজ আমরা উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করলাম, এছারাও পরবর্তিতে ৮ টি প্রতিষ্ঠানের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হবে।