• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় নদী ভাঙন কবলিত ১৪২ পরিবার পেল চাল ও নগদ অর্থ 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নে নদী ভাঙন কবলিত ১৪২ পরিবার ২০ কেজি করে চাল ও নগদ অর্থ পেয়েছে।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় পক্ষ থেকে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে এ চাল ও নগদ অর্থ বিতরণ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। 

বিতরণ শেষে এলাকার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। জেলা প্রশাসক বলেন, আজ কুন্ডেরচর ইউনিয়নের ভাঙ্গন কবলিত ১৪২ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ২০ কেজি করে চাল ও দুই হাজার টাকার চেক বিতরণ করেছি। ভাঙ্গন কবলিত মানুষের খোঁজ খবর নিয়েছি। ভাঙন ও বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে। যে কোন দূর্যোগে মানুষের পাশে থাকবে জেলা প্রশাসন। 

এসময় জাজিরা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এসএম আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও কুন্ডেরচর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ব্যাপারী প্রমূখ উপস্থিত ছিলেন।