• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

ভেদরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩০ সেপ্টম্বর বৃহস্পতিবার নানান কর্মসূচিতে জাতিয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।  দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা হস্তশিল্প প্রর্দশনী।  এবার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমরা কন্যা প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিট্যাল বাংলাদেশ গড়বো"। 

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা  আক্তার,বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা  অফিসার তাপশ বিশ্বাস, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিনা ইয়াছমিন।

সভায় বক্তারা মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ দিবসের সূচনা হয় বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ  বলেন, ‘আজকের কন্যা শিশু আগামী দিনের নারী। তাই প্রতিটি কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। বর্তমান সরকার কন্যা শিশুদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।’ বিশেষ করে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা শিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে গৃহিত বিভিন্ন কর্মসূচির বর্ননা দিয়ে বলেন  সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান সর্বোপরি সমাজ ও পরিবারকে কন্যা শিশুর অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।