• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ৫০ তম সমবায় দিবস পালিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ভেদরগঞ্জে  শনিবার ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভেদরগঞ্জের কর্মসূচির মধ্যেছিল  জাতিয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা  ও পুস্কার বিতরণ।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার আবদুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ বন্দর বনিক সমিতিন সভাপতি হাজি সফি উল্লাহ মাতাব্বর।

মোঃ মোফাজ্জল হোসেন এর সঞ্চালনায়  স্বাগত বক্তব্য  রাখেন উপজেলা  সমবায় অফিসার মোহাম্মদ ইফতেখারুল ইসলাম  চৌধুরী। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  তানভীর আল নাসীফ বলে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন সমবায়ের শক্তিকে একটি গণমুখী সমবায় আন্দোলনে পরিণত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে চলেছে। সরকারের এ লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাহলে সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।