• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে প্রকল্পভূক্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধিন বাস্তবায়নাধীন বরিশাল, পটুয়াখালী, ভোলা,ঝালকাঠি, বরগুনা,মাদারীপুর  ও শরীয়তপুর  কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলার শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আবদুস সাত্তার। 

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাশুল। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ ২ ব্যচে মোট ৬০ কৃষক অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণ প্রদান করেন,এসএপিপিও মোঃ আক্তার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব,  আল আমিন,মনির হোসেন মিলন, জাহিদ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে  উপপরিচালক মোঃ আবদুস সাত্তার বলেন,বর্তমান সরকার কৃষি উন্নয়নে সচেষ্ট। সে কারণেই কৃষিতে আমাদের সাফল্য অভূতপূর্ব। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। সবজিতে তৃতীয়। আরো আগানো চাই। তা বাস্তবায়নে দরকার অনাবাদি জমি চাষের আওতায় আনা। এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। সারাদেশে সবজি-ফুল-ফলে ভরে দিতে হবে। সরকারের কৃষি বান্ধব নীতি গ্রহনের ফলে আমরা কৃষিতে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছি।