• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে প্রকল্পভূক্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধিন বাস্তবায়নাধীন বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার প্রকল্পভূক্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় ভেদরগঞ্জ উপজেলার শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে সামনে থেকে উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাশুল। 

এ সময় আরো উপস্থিত ছিলেন এসএপিপিও মোঃ আক্তার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব, কায়সার আহমেদ রানা, আল আমিন, মনির হোসেন মিলন, জাহিদ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ আবদুস সাত্তার বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে সচেষ্ট। সে কারণেই কৃষিতে আমাদের সাফল্য অভূতপূর্ব। বঙ্গবন্ধু কন্যা কৃষি বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ বরাদ্য দিয়েছেন। সরকারে কৃষি ভর্তুকী প্রনোদনা প্রদানের ফলে করোনা কালে দেশের উৎপাদন মুখি বিভিন্ন ক্ষাত বন্ধ হয়ে গেলেও কৃষি উৎপাদন সচল ছিল। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক চিন্তা চেতনা ও সময় উপযোগি সিদ্ধান্তের জন্য।