• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

জাজিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনের জন্য চারা বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  সামনে থেকে এ বিতরন কার্যক্রম উদ্বোধন  করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  কৃষিবিদ মোঃ আবদুস সাত্তার। উপজেলা  কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রানী বিশ্বাসসহ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার,  বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার গন সহ কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন  বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় জাজিরা উপজেলায় ৩৭ টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকদের মাঝে বাগান স্থাপনের কলাকৌশলের উপর ব্রিফিং শেষে কৃষকদের মাঝে বীজ সার,পানির ঝাঝরি ও সাইনবোর্ড সহ অন্যান্য উপকরণ বিতরণ করেন। কৃষক যেন নিজের পরিবারের চাহিদা মেটাতে পারে এবং বাড়তি আয় করতে পারে সেই লক্ষ্যে সারা বছর ব্যাপি চাষ উপযোগী বিভিন্ন প্রতি মৌসুমেই বীজ ও সার দেওয়া হবে বলে জানা যায়। এই মৌসুমে ডাটা শাক,  লাল শাক, পুইশাক, গীমা কলমি,  পাট শাক,  চালকুমড়া, ধুন্দল সহ পেয়ারা,  সীড লেস লেবু, পেপের চারা বিতরণ করা হয়।