• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় আউশ আবাদে সরকারি প্রণোদনা পেল ১৩৯০ কৃষক 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

বৃষ্টি নির্ভর আউশ আবাদ বৃদ্ধির উদ্দেশ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উপজেলার ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত বিতরণ  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ইদ্রিস মাদবর,সহকারী কমিশনার (ভূমি)  রাফে মোহাম্মদ ছড়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আবু তালেব চৌকিদার,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার  কেরামত আলী মোল্লা,  বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার,  বৃন্দ, পৌর কাউন্সিলর গন, ইউপি সদস্য বৃন্দ, সহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

এ সময় ২০২১-২২ অর্থ বছরে উপজেলার প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন নীতি নিয়ে  কর্মসূচির ব্রিফিং করেন কৃষিবিদ মোঃ জামাল হোসেন,  উপজেলা কৃষি অফিসার, জাজিরা, শরীয়তপুর।প্রণোদনা কর্মসূচিতে প্রতিজন কৃষক ৫ কেজি বীজ,  ১০ কেজি ডিএপি সার,৫ কেজি করে এমওপি সার পাচ্ছেন যাতে করে এক বিঘা জমিতে আউশ আবাদ করতে পারেন।

প্রণোদনা কর্মসূচির বিতরণ উপলক্ষে বক্তরা  কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষক কে অধিক পরিমাণে ফলনে আন্তরিক ভাবে  কাজ করার আহবান জানান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামরুর হাসান সেহেল বলেছেন, আউশ আবাদ বৃদ্ধির জন্য কৃষকদেরকে বীজ, সার, সেচসহ বিভিন্ন প্রণোদনা দিয়েছে সরকার। সারের দাম কমানো হয়েছে। অন্যদিকে, কৃষি বিজ্ঞানীরা অনেকগুলো উচ্চফলনশীল জাতের উদ্ভাবন করেছে, যেগুলো চাষের ফলে গড় ফলনও বেড়েছে।  এক সময় আউশ উৎপাদন সবচেয়ে কম হতো। বিঘাতে মাত্র ২-৩ মণের মতো।  সরকারে বিভিন্ন প্রনোদনা ও ভর্তুকি ফলে এবছর অনেক উৎসাহ ও আগ্রহ নিয়ে কৃষকেরা আউশ চাষ করতে চাচ্ছে।এতে আমাদের উপজেলায় আউশের আবাদ বৃদ্ধি পাবে।

জাজিরা উপজেলা  কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল।  ভবিষ্যতে এ অঞ্চলের কৃষিতে ব্যাপক অবদান রাখার সুযোগ রয়েছে। তাই এ অঞ্চলের কৃষিকে এগিয়ে নিয়ে দেশের কৃষিখাতকে আরো সমৃদ্ধ করতে স্ংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।  তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।