• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১১ এপ্রিল) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করেন৷

গোসাইরহাট উপজেলায় মোট ১০৮০ জন কৃষি প্রণোদনা পেয়েছেন৷ প্রত্যেক চাষী পাবে ৫ কেজি আউশ ধান বিজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন৷

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান৷

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু সৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান সিকদার, সকল ইউনিয়নের ইউ'পি চেয়ারম্যানসহ সরকারী কর্মচারী উপস্থিত ছিলেন৷