• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ইউজিডিপি’র আওতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

ভেদরগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয় প্রকল্প ইউজিডিপি’র আওতায় ১৪ দিনব্যাপী বিউটি ফিকেশন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার উপজেলা পরিষদের শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল  নাসীফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার।

উল্লেখ্য,  ভেদরগঞ্জ  উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জিআইসিএ) এর সহায়তায় ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ২৫ এপ্রির পর্যন্ত চলবে।