• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে প্রধানমন্ত্রী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভন্যান্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায়,ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।

বেলা ১১ টায় কর্মশালাটি ভার্চুয়ালি উদ্বোধন ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন শরীয়তপুর জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান 

উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক গাজী শরিফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষিঅফিসার কৃসিবিদ ফাতেমা ইসলাম, সখিপুর থানা অফিসার ইনচার্জ, আসাদুজ্জামান হাওলাদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ  বাহালুল খান বাহার, মুক্তিযুদ্ধের যুদ্ধ কারিন কমান্ডার হাজি আবদুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাঃ মাসুম হাসান।

সেমিনারের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  শাফিউল মাজলুবিন রহমান। 

সেমিনারে  উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান,মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ ৫০জন অংশগ্রহণকারী অংশগ্রহণ  করেন।

প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগে পরিচালক  গাজী শরিফুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগের প্রতিটিই অত্যন্ত চমকপ্রদ।দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর অনেক উদ্যোগ আছে। তবে তাঁর বিশেষ ১০ উদ্যোগ দেশকে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরও শাণিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘সরকারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সে জন্য কাজ করছি। তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মাঠে যাঁরা কাজ করেন, তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরকারের সব উদ্যোগকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। দেশকে আলোকিত করেছেন শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ তাঁরই উদ্যোগ। দেশের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে।’ আশ্রয়হীনদের  জন্য গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

নারীর ক্ষমতায়নেও সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে  দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য  সেবায় কমিউনিটি ক্লিনিক আমাদের নতুন সম্ভবনার দিগন্ত উন্মোচিত করেছে। দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা বহুমুখী সেতু ২৫ জুন উদ্বোধন হবে। আমাদের শরীয়তপুরের জীবন মানের চিত্র বদলে যাবে। বাংলাদেশের সকল উন্নয়নের সাথে জড়িয়ে আছে জাতির পিতার স্বপ্ন আর দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ।