• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মাঝিকান্দি-শিমুলিয়ায় সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ জুন ২০২২  

তীব্র স্রোতের কারণে টানা সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মাঝিকান্দি এবং মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) মাঝিরঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য)  সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা এড়াতে রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এবং সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, ফেরি বন্ধ থাকায় মাঝিকান্দি ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়ে। 

এ বিষয়ে বিআইডব্লিউটিসির মাঝিকান্দি ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন আহমেদ বলেন, “স্রোত কমে আসায় ফেরি চালু করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো আগে পারাপার করা হচ্ছে।”

এর আগে রবিবার ভোরে তীব্র স্রোতে শরীয়তপুরের টার্নিং পয়েন্টে যাত্রীবাহী দুই চলন্ত ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান। আহত হন বেশ কয়েকজন। দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই নৌপথে ছোট-বড় পাঁচটি ফেরি চলছে।