• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভূমি সেবাকে মানুষের হাতের নাগালে নিয়ে এসেছে প্রধানমন্ত্রী: জেলা প্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভূমি সেবাকে দেশের জনগণের হাতের মুঠোয় নিয়ে আসার মাধ্যমে ভোগান্তি লাঘবে কাজ করে যাচ্ছ। সম্পূর্ণ ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে কাজ অনেক দূর এগিয়ে নেয়া হয়েছে। আমাদের জেলার বিভিন্ন উপজেলা এমনকি ইউনিয়ন ভূমি অফিস গুলোকেডিজিট্যালাইস্ট করেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা সদরের উপজেলা ভূমি অফিস পরির্দশন পরবর্তী মতবিনিময় কালে এ সব কথা বলেন।

ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি  শফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। এসময়  উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেত্রীবৃন্দ,সাংবাদিক সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

জেলাপ্রশাসক আরো বলেন, ভূমি মন্ত্রণালয়ের সেবাদানকারী সব দপ্তর ও সংস্থাকে একই ছাদের নিচে এনে জনগণকে এক জায়গা থেকে সব সেবা প্রদানের মাধ্যমে ‘ওয়ানস্টপ সার্ভিস’ নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে। 

 মানুষকে যেন ভোগান্তির শিকার না হতে হয়, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়।  ভূমি সেবা যেন হাতের মুঠোয় পায় সেই ব্যবস্থাই আমরা করতে চেয়েছি।

হাতের মুঠোয় ভুমি সেবা নিশ্চিত করতে অনলাইনে খতিয়ান সংগ্রহ, উত্তরাধিকার ক্যালকুলেটর, অনলাইন ডাটাবেজসহ ভূমিসেবার সব  ক্ষেত্রে অধিকতর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।