• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সঙ্গে ডিসির জয় বাংলা সমাবেশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণের সাথে জয় বাংলা সমাবেশ করলেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি)৷  

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে শামসুর রহমান সরকারী কলেজের অডিটরিয়ামে গোসাইরহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে ডিসির সমাবেশ অনুষ্ঠিত হয়৷

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান৷

এসময় জেলা প্রশাসক বলেন, তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণের সাথে এই জয় বাংলা সমাবেশ। সমাবেশের মাধ্যমে ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণের বন্ধন সৃষ্টি হবে।

সমাবেশে সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা সহকারী (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদারসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।