• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে পুলিশের `ওপেন হাউজ ডে` অনুষ্ঠিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই মঙ্গলবার সকালে থানা ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল)  আবু সাঈদ। ভেদরগঞ্জ  থানার অফিসার ইনচার্জ বাহালুল খান বাহার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  হাজি আবদুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল জব্বার রাড়ি,মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার আবদুল মান্নান রাড়ী।

অনুষ্ঠানে অতিরিক্ত  পুলিশ সুপার আবু সাঈদ  তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন