• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে বই উৎসব পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃসারা দেশের ন্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ২৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই উৎসব পালিত হয়েছে।
 রবিবার (১ জানুয়ারি)  সকালে ভেদরগঞ্জ উপজেলা সদরের ভেদরগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে বই উৎসবের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।

ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন।
এরপরে গৈড্যা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৈড্য এমএস সিনিয়র ফাজিল মাদ্রাসা,পূর্ব গৈড্যা নুরানি মাদ্রাসায় বই বিতরণ করেন।
অপর দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কে আই আলীম মাদ্রাসায় বই বিতরণ করেন  ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মান্নান বেপারী। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সামাদ নুরী,
এছারও ১৭ নং দক্ষিণ মহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সালাহ উদ্দিন বই বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন  বলেন,  দেশের সকল প্রাথমিক, ইবতেদায়ী, দাখিল ও দাখিল ভোকেশনাল, মাধ্যমিক (ষষ্ঠ থেকে নবম শ্রেণী) এবং এসএসসি ভোকেশনাল শ্রেণীর ছাত্র ও ছাত্রীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।