• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জাতীয় ভোটার পালন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ " ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্য জনে" এই প্রতিপাদ্যতে সামনে রেখে সারা দেশের ন্যায় ভেদরগঞ্জ উপজেলায় ও আজ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলার কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি,আলোচনা সভা নতুন ভোটার করণ, সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের  সম্মানি ভাতা বিতরণ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায়,ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা হাসপাতালের  মেডিকেল অফিসার ডাঃ সাইমুম আলম আরমান,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ভাসানী, সাংবাদিক এম হারুন অর রশীদ, সুপার ভাইজার মাওলানা আব্দুর রাজ্জাক।
এর পূর্বে উপজেলা  নির্বাচন অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা  পরিষদ মিলনায়তনে এসে  শেষ হয়।
সভাপতি  উপজেলা নির্বাহী অফিসার  আব্দুল্লাহ আল মামুন বলেন,
৫ম বারের মতো সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ছিল‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’।
  ভয়ভীতিহীন নির্বাচন ও নির্বিঘ্ন পরিবেশ করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ তৎপর।
এ পর্যন্ত বর্তমান ইসির অধীনে পাঁচ শতাধিক নির্বাচন হয়েছে; যার সিংহভাগই ইভিএমে। এসব ভোটে নির্ভরযোগ্য কোনো অভিযোগ তো আসেইনি এবং সংক্ষুব্ধ কেউ আদালতেও দ্বারস্থ হননি।
 ভোটাধিকার মুখের কথা নয়, এটাকে অর্থবহ করতে আমাদের সব ধরনের উদ্যোগ, সর্বোচ্চ সদিচ্ছা থাকবে। আমরা চাই দ্বাদশ সংসদ নির্বাচনসহ সব নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক।