• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কৃষকের মাঝে মসলা জাতিয় ফসলে বীজ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল হোসেন বলেছেন,২০৪১ সালের মধ্যে জাজিরা উপজেলায় মসলা উৎপাদন হবে চাহিদার শতভাগ। তিনি রবিবার (৫ নভেম্বর) উপজেলার ৩২ জন কৃষকের মাঝে মসলা জাতিয় ফসলে বীজ বিতরণ কালে এ কথা বলেন।

জাজিরা উপজেলা কৃষি অফিসের আয়োজনে সরকারের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেঁয়াজ, রসুন ও মরিচ প্রদর্শনীর উপকরন বিতরন করা হয়।

 উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল হোসেন বিপিএএ ছারাও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস,  কৃষিবিদ মুসলিমা জাহান রুনিয়া, আলমগীর হোসেন শাহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার,  উপসহকারী কৃষি অফিসার বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ।

 উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল হোসেন জানান,দেশে বর্তমানে পেঁয়াজের ঘাটতি নেই বললেই চলে। রসুন, আদা, মরিচ, হলুদসহ অন্যান্য অনেক মসলা জাতীয় ফসল উৎপাদনেরও হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি।