• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

স্মার্টফোনে যেসব অ্যাপ ডেকে আনবে বিপদ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪  

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ম্যালওয়্যারফক্স গুগল প্লে স্টোরে ক্ষতিকর বেশকিছু অ্যাপের সন্ধান পেয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই অ্যাপগুলো ডাউনলোড করলেই স্মার্টফোনে ক্ষতিকর ম্যালওয়্যার ও ট্রোজান ভাইরাস প্রবেশ করে। এরপর গোপনে স্মার্টফোন থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়। নিরাপদ থাকতে দ্রুত অ্যাপগুলো মুছে ফেলারও পরামর্শ দিয়েছে তারা।
ম্যালওয়্যারফক্সের জানায়, এই অ্যাপগুলো সম্পর্কে ব্যবহারকারীরা সচেতন নয়। গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেয়ায় ব্যবহারকারীরাও নিশ্চিন্তে ব্যবহার করেন অ্যাপগুলো।

ক্ষতিকর এসব অ্যাপ হলো- ফেয়ার গেমহাব অ্যান্ড বক্স, হোপ ক্যামেরা-পিকচার রেকর্ড, সেম লাঞ্চার অ্যান্ড লাইভ ওয়ালপেপার, অ্যামাজিং ওয়ালপেপার, কুল ইমোজি এডিটর অ্যান্ড স্টিকার, সিম্পল নোট স্ক্যানার, ইউনিভার্সেল পিডিএফ স্ক্যানার, প্রাইভেট মেসেঞ্জার, প্রিমিয়াম এসএমএস, ব্লাড প্রেশার চেকার, কুল কি-বোর্ড, পেইন্ট আর্ট, কালার মেসেজ, ভ্লগ স্টার ভিডিও এডিটর, ক্রিয়েটিভ থ্রিডি লাঞ্চার, ওয়াও বিউটি ক্যামেরা, জিআইএফ ইমোজি কি-বোর্ড, ইনস্ট্যান্ট হার্ট রেট এনিটাইম ও ডেলিকেট মেসেঞ্জার।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো যাবে না।