• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নতুন আইফোন নিয়ে শঙ্কা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

করোনার বিধিনিষেধে চীনের কারখানায় উৎপাদন কমে আসায় নতুন আইফোন পেতে অপেক্ষায় থাকতে হবে গ্রাহকদের। এক বিবৃতিতে সোমবার (৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে অ্যাপল। এর মধ্য দিয়ে নতুন আইফোন কবে নাগাদ গ্রাহদের হাতে পৌঁছাবে, তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

আইফোনের নতুন মডেল বাজারে আসার আগে আইফোনপ্রেমিদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। প্রতিবারের মতো এবারও নতুন মডেল অর্থাৎ আইফোন ১৪ সিরিজের ফোন উন্মোচন করেছে টেক জায়ান্ট অ্যাপল। তবে আগের মতো এবার তা নির্দিষ্ট সময়ে বাজারে আসবে না বলে জানিয়েছে সংস্থাটি।

তবে এটি ফোনের কোনো সমস্যার কারণে নয়, বরং চীনে লকডাউন থাকার কারণেই বিলম্বিত হবে নতুন মডেলের আইফোনটির বাজারে আসা।  

চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ ঝেংঝাউয়ে ‘হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি’ হিসেবে পরিচিত কারখানাটি আইফোনের বৈশ্বিক চালানের ৭০ শতাংশ সরবরাহ করে থাকে। ইলেকট্রনিক পণ্য উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় কারখানা এটি। যেখানে করোনা মহামারির কারণে এখন ‘জিরো কোভিড’ নীতি অনুসরণ করে সরকার ঘোষিত সাত দিনের লকডাউন চলছে, যা শুরু হয়েছে ২ নভেম্বর থেকে। এতে আইফোন সংযোজন এ কারখানার উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছে গেছে।

তবে চীন খুব শিগগিরই এই লকডাউন শিথিল করবে বলে আশাবাদী অ্যাপল। এ ছাড়া বাজারে আইফোন ১৪ সিরিজের ফোনের ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানায় সংস্থাটি।  

করোনার বিধিনিষেধ, আবাসন ব্যবসায় মন্দা এবং বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি থেকে তৈরি চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। অর্থনীতির এমন টালমাটাল অবস্থার মধ্যেই লকডাউন দেয়ায় দেশটির অর্থনীতির ওপর তা সরাসরি আঘাত হানবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।