• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আগামী ২ বছরের শরীয়তপুরের সকল সড়কের উন্নয়ন হবে-উপমন্ত্রী শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন,  ২০০৯ সালে দায়িত্ব নিয়েই আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। আর সরকারের অংশ হিসেবে আমার কাজ হচ্ছে চরভাগাসহ সমগ্র শরীয়তপুরের সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নে কাজ করা জন্য। শামীম বলেন ইনশাআল্লাহ আগামী দুই বছরের মধ্যে শরীয়তপুরের কোন রাস্তা-ঘাটের উন্নয়নের কাজ বাকী থাকবে না।’ তিনি বিএনপির নেতিবাচক রাজনীতির সমালোচনা করে বলেন বিএনপি সরকারে থাকতে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে, এখন ক্ষমতা হারিয়ে আন্দোলনের নামে সন্ত্রাস করে জনদূর্ভোগ সৃষ্টি করে। আর আওয়ামীলীগ ক্ষতায় থাকলে বাংলাদেশ ভাল থাকে, দেশ উন্নত হয়।

তিনি আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা নতুন বাজার এলাকায় পদ্মার শাখা নদীর উপর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার সেতুর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শরীয়তপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি শরীয়তপুর ,৩ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৬৬০ টাকা ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করে।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার,  ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ।