• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

ইয়াসের তান্ডবে বাড়িঘর ভেঙ্গে যাওয়া ভুক্তভোগীদের নগদ সহায়তা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ মে ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সকালে ঘুর্নিঝড় ইয়াসের তান্ডবে প্রায় ২৫ টি ঘর সম্পূর্ণ এবং আংশিকভাবে  বিধ্বস্ত হয়।

তাৎক্ষণিকভাবে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসাইন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, নলমুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ মিয়া ও স্থানীয় মেম্বার তালিকা করে জেলা প্রশাসকের কাছে প্রেরণ করে। সেই মোতাবেগ তিনি আজ বৃহস্পতিবার (২৭ মে) সরোজমিনে এসে ভুক্তভোগীদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন শরীয়তপুর জেলার প্রশাসক জনাব মো পারভেজ হাসান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান  উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আলমগীর হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বিভিন্ন ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত বাড়ি পরিদর্শন করে সম্পূর্ণ বিধ্বস্ত ঘরের মালিককে  ৭ হাজার ৫০০ টাকা এবং আংশিক বিধ্বস্ত ঘরের মালিককে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।