• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

এবার আইফোন কিনবেন মধ্যবিত্তরাও, দাম নাগালে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

আইফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে অ্যাপল। এবার মধ্যবিত্তরা খুব সহজেই কিনতে পারবেন।

সবার কাছে আইফোন পৌঁছে দিতে ২০২০ সালে অ্যাপল বাজারে আনছে ‘আইফোন এসই-২’। ডিভাইসটিতে থাকবে এ-১৩ প্রসেসর, ৩ জিবি র্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি পাওয়া যাবে ধূসর, সিলভার ও লাল। এছাড়া ফোনটিতে থাকছে ৪.৭ ইঞ্চি হ্যাপটিক টাচ ডিসপ্লে।

অ্যাপলের তথ্য ফাঁসকারী মিং চি কু জানিয়েছেন, আইফোনটির দাম হবে ৩৯৯ ডলার (৩৩ হাজার ৫১৬ টাকা)। ২০২০ সালে প্রথম দিকে ফোনটি বাজারে আসবে।

জানা গেছে, প্রতি মাসে কম দামের আইফোন এসই২ এর মাধ্যমে ২০ থেকে ৪০ লাখ ইউনিট উৎপাদন করবে অ্যাপল। ২০২০ সালে প্রায় তিন কোটির বেশি ইউনিট বিক্রি হবে ধারণা করছেন।

এর আগে ২০১৬ সালে বাজারে এসেছিল আইফোন এসই২ মডেলের পূর্বসূরী চার ইঞ্চি স্ক্রিনের আইফোন এসই। ফোনটির দাম ছিল ৩৪৯ ডলার (২৯ হাজার ৩১৬ টাকা)। তাছাড়া বর্তমানে অ্যাপল সবচেয়ে কম দামে বিক্রি করেছে আইফোন ৮। যার মূল্য ৪৪৯ ডলার থেকে শুরু। তথ্যসূত্র- দ্য ভার্জ