• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গরুর প্রজনন ইস্যুতে বিদেশ সফর বাতিল হচ্ছে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

গরুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বিদেশ সফরের যে প্রস্তাব গেছে সেটি একনেকের বৈঠকের আগেই বাতিল করে দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

জানা গেছে, গরুর প্রজনন জ্ঞান অর্জনে ৩৫ কর্মকর্তার জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা যাওয়ার প্রস্তাব করা হয়েছিলো। ওই চারটি দেশে গেলে সরকারের ব্যয় হতো ১ কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকা। গড়ে প্রত্যেকের পেছনে ওই সফরে খরচ হতো সাড়ে ৫ লাখ টাকারও বেশি।

এ বিষয়ে শ. ম. রেজাউল করিম বলেন, প্রস্তাবটি আমার দায়িত্ব নেয়ার আগেই গিয়েছিলো। আমি এরইমধ্যে বিষয়টি নিয়ে বৈঠক করেছি সংশ্লিষ্টদের সঙ্গে। সিদ্ধান্ত নেয়া হয়েছে, এ ধরনের বিদেশ ভ্রমণের প্রস্তাব বাতিল করে দেয়া হবে।