• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে ইভটিজিংয়ের দায়ে যুবককে ৫ দিনের কারাদন্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

গোসাইরহাট প্রতিনিধিঃ

শরীয়তপুরের গোসাইরহাটে সরকারী শামসুর রহমান কলেজের ২য় বর্ষের এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত মো. রাজন ঘরামী (২২) কে কারাদন্ড প্রদান করেছেন । 

উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, আজ বুধবার দুপুরে গোসাইরহাট উপজেলার সরকারী শামসুর রহমান কলেজের ২য় বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করছিল দাশেরজঙ্গল গ্রামের আবুল হোসেন ঘরামীর পুত্র মো. রাজন ঘরামী (২২)। পরে ছাত্রীটি অভিযোগ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৬০ সালের ৫০৯ ধারায় অভিযুক্ত রাজন ঘরামীকে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।