• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

গোসাইরহাট, (শরীয়তপুর) প্রতিনিধঃ 

বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে গোসাইরহাটে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও আলোচনা সভা।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সভা কক্ষের সামনে শেষ হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে এক অলোচনা সভায় বলেন জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। উৎপাদনশীলতা এটি দেশ তথা প্রতিটি জেলার টেকসই উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আসরাফুজ্জামান, সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, দারিদ্র বিমোচন অফিসার গোপাল চদ্র, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মো. খাইরুল ইসলাম প্রমূখ।