• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ
গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে “ মাছ চাষে গড়রো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লো গানে ও “মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্য নিয়ে ১৮ জুলাই বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের  সপ্তাহ ব্যাপি কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা, মাছের পোনা অবমুক্তকরণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

গোসাইরহাট  উপজেলা পরিষদ মিলনায়তে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, ইদিলপুর  ইউপি’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) এম মাহবুবুল হক ও সাংবাদিক আবু হানিফ ফরাজী, বিপুল পাতর, খাদিজা খান প্রমুখ।

গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জেলেদের ভাগ্য ও মৎস্য সম্পদের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগের ফলে দেশ আজ মৎস্য সম্পদে পরিপুর্ন হচ্ছে। বাংলাদেশের ইলিশ সম্পদ পৃথিবী জোড়া সুনাম অর্জন করছে।