• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

চার রাজ্যে এগিয়ে বাইডেন, দু`টিতে ট্রাম্প

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

ভোটের ফল বাকি থাকা ছয়টি রাজ্যের মধ্যে চারটিতে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন দুটি রাজ্যে।

এখন পর্যন্ত আলাস্কা ও নর্থ ক্যালিফোর্নিয়াতে এগিয়ে আছেন ট্রাম্প। আলাস্কায় জিতলে তিনটি ইলেক্টরাল ভোট যাবে ট্রাম্পের পক্ষে এবং নর্থ ক্যালিফোর্নিয়ায় জিতলে আরও ১৫ ইলেক্টরাল ভোট যুক্ত হবে ট্রাম্পের ঝুলিতে।

জয়ের জন্য অ্যারিজোনার পাশাপাশি নেভাদা দরকার জো বাইডেনের। নেভাদায় ইলেক্টরাল ভোট ছয়টি। বর্তমানে সেখানে ৪৯.৮৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন এবং ট্রাম্প পেয়েছেন ৪৮.০৪ শতাংশ। ভোট গণনা হয়েছে ৮৮.০৬ শতাংশ।

পেনসিলভানিয়ায় ভোট গণনা হয়েছে ৯৭.৪১ শতাংশ। তার মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৯.২৬ শতাংশ এবং বাইডেন পেয়েছেন ৪৯.৫৯ শতাংশ। সেখানে ইলেক্টরাল ভোট ২০টি।

জর্জিয়ায়  শতাভাগ ভোট গণনা হলেও ফল ঘোষণা করা হয়নি। সেখানে এগিয়ে আছেন জো বাইডেন। জর্জিয়া নিজের করে নিতে পারলে  ১৬ ইলেক্টরাল ভোট নিজের ঝুলিতে পড়বে।

এদিকে অ্যারিজোনায় এখনো ভোট গণনা অব্যাহত আছে। ১১ ইলেক্টরাল ভোটের রাজ্যটিতে এগিয়ে আছেন বাইডেন। রাজ্যটির ইলেক্টরাল ভোট বাইডেনের ঝুলিতে দেখালেও সেখানে ফল ঘোষণা বাকি রয়েছে।